শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৭, ২০২৫
৭:৪১ অপরাহ্ণ

দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চলমান উত্তেজনার মধ্যেও বাংলাদেশের সঙ্গে কোনো বাণিজ্য যুদ্ধে যেতে চায় না ভারত— এমনটাই দাবি করেছে দেশটির একাধিক সরকারি সূত্র। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে বিমানবন্দর ও স্থলবন্দরে চাপ কমানোর জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে ভারত আপাতত পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখাতে চাচ্ছে না। দিল্লির তরফ থেকে বাংলাদেশের সিদ্ধান্তকে ‘অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থা’ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য পাঠাতে ভারত যেসব সুযোগ দিচ্ছিল, সেগুলোর কিছু অংশ বন্ধ করা হয়েছে। তবে ভারত সরকারের দাবি, এতে এই দুই দেশে বাংলাদেশের পণ্যের রপ্তানি খুব একটা ব্যাহত হবে না।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এর আগে জানানো হয়েছিল, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ কর্মকর্তার ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলে মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারত এই সিদ্ধান্ত নেয়। তবে টাইমস অব ইন্ডিয়া বরং দাবি করেছে, ভারত এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কয়েকটি আগের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মার্চে বাংলাদেশ তিনটি সমুদ্রবন্দর দিয়ে ভারতীয় পণ্যের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করে এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানি স্থগিত করে। যদিও সংশ্লিষ্ট নির্দেশনা বাংলাদেশ জারি করে গত সপ্তাহে।

এছাড়া ভারতীয় কর্মকর্তারা মনে করেন, গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমসে নিরাপত্তা জোরদার করার ঘোষণাও ছিল একটি কৌশলগত পদক্ষেপ, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, বাংলাদেশ ভারত থেকে আমদানি সীমিত করে বিকল্প হিসেবে পাকিস্তান থেকে পণ্য আনছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন থেকে ৫০ হাজার টন চাল আমদানি করেছে বাংলাদেশ।

ভারত এখন পর্যন্ত এই উত্তেজনায় সরাসরি জড়াতে নারাজ হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।