বিডিআর হত্যাকাণ্ডের গভীরে গিয়ে সত্য উদঘাটনের লক্ষ্যে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য, প্রমাণ ও সাক্ষ্য চেয়ে সহায়তা চাওয়া হয়েছে।
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে পিলখানায় সংঘটিত নজিরবিহীন হত্যাযজ্ঞের নেপথ্যের দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনাসমূহ শনাক্ত করাই এই তদন্তের উদ্দেশ্য। এ বিষয়ে যেকোনো তথ্য বা সাক্ষ্য প্রদান করতে আগ্রহীদের ওয়েবসাইট bdr-commission.org বা ই-মেইল [email protected]এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। চাইলে সরাসরি হাজির হয়ে বা ডাকযোগেও তথ্য দেওয়া যাবে।
কমিশনের দপ্তর বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম), সায়েন্স ল্যাবরেটরি রোড, ধানমন্ডি, ঢাকায় অবস্থিত। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হটলাইন নম্বর ০১৭৬৯-৬০০২৮১-এ যোগাযোগ করা যাবে। প্রযোজ্য ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
তথ্য দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি নিজের নাম, ফোন, ঠিকানা এবং তথ্যের ধরন উল্লেখ করতে হবে—যেমন: শহীদ পরিবারের বক্তব্য, প্রত্যক্ষদর্শীর বিবৃতি, সংবাদ প্রতিবেদন, অডিও-ভিডিও, কল রেকর্ড বা মেসেজ।
তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিশনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং পিলখানা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিতকরণে প্রচুর তথ্য সংগ্রহ করে যাচ্ছেন তারা। বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সূত্র থেকেও তথ্য সংগ্রহে পদক্ষেপ নেওয়া হয়েছে।
কমিশন এ তদন্তে কোনো চাপ বা প্রভাব ছাড়াই পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করছে।