লাখ লাখ প্রবাসী বাংলাদেশিকে আরও ভালো সেবা দিতে বিদেশে বিশেষ করে কনস্যুলেট জেনারেল অফিসে জনবল বৃদ্ধিতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘ফরেন সার্ভিস ডে-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রবাসীদের অধিকাংশ সমস্যার সূত্রপাত হয় দেশের ভেতরেই। প্রায় ৮০ শতাংশ সমস্যা অভিবাসনের আগে এবং বাকি ২০ শতাংশ সমস্যা গন্তব্য দেশে সৃষ্টি হয়। তাই প্রবাসী সমস্যার দায় পুরোপুরি মিশনের ওপর চাপানো যৌক্তিক নয়।
তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও বিদেশে বাংলাদেশের মিশনগুলো ১ কোটিরও বেশি প্রবাসীকে সেবা দিয়ে যাচ্ছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, “আমরা মানবসম্পদ বাড়ানোর চেষ্টা করছি, বিশেষ করে কনস্যুলার পদগুলোতে। আশা করি, এতে কিছুটা হলেও সমাধান আসবে।”
তিনি সৌদি আরবের উদাহরণ টেনে বলেন, “সেখানে ৩২ লাখ বাংলাদেশি বসবাস করেন, অথচ কনস্যুলেটে মাত্র ৫০ জন কর্মকর্তা। এ স্বল্পসংখ্যক জনবল দিয়ে এত বিশাল জনগোষ্ঠীর সমস্যার সমাধান করা প্রায় অসম্ভব।”
অভিবাসী শ্রমিকদের যেসব কাঠামোগত সমস্যার মুখোমুখি হতে হয়, তা অভিবাসনের আগেই দেশের ভেতরে সমাধান করার আহ্বান জানান উপদেষ্টা। একইসঙ্গে তিনি কনস্যুলেট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “প্রবাসীরা ইচ্ছা করে কনস্যুলেটে যান না, তারা বাধ্য হয়েই যান, তাদের অধিকাংশেরই সহায়তার প্রয়োজন থাকে।”
তিনি দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, “এই মানুষগুলো আমাদের রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে সচল রাখে। তাদের জন্য আমাদের দায়িত্ব আরও আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে কাজ করা।”