শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিশ্বকাপের দৌড়ে টাইগ্রেসদের বাঁচা-মরার লড়াই আজ

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৯, ২০২৫
১০:০০ পূর্বাহ্ণ

২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে আজ নিজেদের শেষ সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ নারী দল। পাকিস্তানের বিপক্ষে জয় পেলে নিশ্চিত হবে বিশ্বকাপের টিকিট, হারলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে।

চলতি বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ। তাই এবার বাছাইপর্বের মাধ্যমে কঠিন পথ পাড়ি দিচ্ছে তারা। বাছাইপর্বে শুরুটা ছিল দুর্দান্ত। টানা তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে ফেভারিট হিসেবে এগিয়ে যায় নিগার সুলতানার দল।

তবে চতুর্থ ম্যাচে চাপে পড়ে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলেও বাঁচানো যায়নি ম্যাচ। ৪৬ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জিতে নেয় ক্যারিবীয়রা। এরপর থেকেই টিকিট নিশ্চিতের জন্য সমীকরণ জটিল হয়ে পড়ে।

আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিকরা ইতোমধ্যেই চার ম্যাচে জয় পেয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ফলে আর বাকি রয়েছে মাত্র একটি স্পট—যার দখল নিতে মরিয়া লড়াই চলছে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের।

গতকাল স্কটল্যান্ড হেরে যাওয়ায় এখন মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কেবল ওয়েস্ট ইন্ডিজই আছে। তবে বাংলাদেশের বড় সুবিধা তাদের নেট রানরেট, যা বর্তমানে +১.০৩৩। আর ক্যারিবীয়দের নেট রানরেট –০.২৮৩, যা তাদের বড় ব্যবধানে জয়ের চ্যালেঞ্জে ফেলেছে।

বাংলাদেশ যদি আজ জিতে যায়, তাহলে পয়েন্ট হবে ৮, এবং সরাসরি নিশ্চিত হবে বিশ্বকাপের টিকিট। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচ হয়ে যাবে নিয়মরক্ষার লড়াই। কিন্তু যদি টাইগ্রেসরা হেরে যায় এবং ক্যারিবীয়রা থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারায়, তাহলে সমান ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেট হিসাব হবে শেষ ভরসা। তখন বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করবে অন্যদের ব্যর্থতার ওপর।

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে আজ টাইগ্রেসদের জয়ই একমাত্র নিশ্চয়তা, যা ভরসা দেবে পুরো জাতিকে।