শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বেঙ্গালুরুকে রুখে পয়েন্ট টেবিলের দুইয়ে পাঞ্জাব

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৯, ২০২৫
১০:০২ পূর্বাহ্ণ

ঘরের মাঠে যেন ছন্দই খুঁজে পাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের চলতি আসরে নিজেদের মাঠে টানা তিন ম্যাচ হেরে আরও একবার ব্যর্থতার ছাপ রেখে ফিরেছে তারা। শুক্রবার চিন্নাস্বামীতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ৯৫ রান করে বিরাট কোহলির দল, যা অনায়াসেই টপকে যায় পাঞ্জাব কিংস।

বৃষ্টির কারণে দীর্ঘ সময় অপেক্ষার পর ১৪ ওভারে নেমে আসে ম্যাচ। এমন সংক্ষিপ্ত ইনিংসেও ধস নামে বেঙ্গালুরুর ব্যাটিংয়ে। পাওয়ার প্লেতে মাত্র ২৬ রান তুলতেই হারায় ৩ উইকেট। প্রথম ওভারে আউট হন ফিল সল্ট, তৃতীয় ওভারে ক্যাচ তুলে দেন কোহলি। দ্রুত সাজঘরে ফেরেন লিভিংস্টোনও। ৪২ রানের মধ্যে ৭ উইকেট হারানো অবস্থায় আইপিএলের সর্বনিম্ন স্কোরের দুশ্চিন্তা ঘিরে ধরেছিল বেঙ্গালুরুকে।

তবে সেই দুঃস্বপ্ন থেকে দলকে বাঁচান টিম ডেভিড। একপ্রান্ত আগলে রেখে ২৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই কোনোমতে ৯ উইকেটে ৯৫ রানে পৌঁছে বেঙ্গালুরু।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবও কিছুটা চাপেই ছিল। পাওয়ার প্লেতে ২ উইকেট হারায় তারা। মাঝপথে আরও ২ উইকেট পড়লেও জয় পেতে খুব বেশি কষ্ট হয়নি। নেহাল ওয়াধেরা ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন। প্রিয়াংশ আর্য করেন ১৬ রান। হ্যাজলউড ৩ ও ভুবনেশ্বর কুমার ২ উইকেট পান।

এই জয়ে পাঞ্জাব কিংস ৭ ম্যাচে ৫ জয় তুলে নিয়ে ১০ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট থাকলেও ম্যাচ সংখ্যা কম হওয়ায় শীর্ষে রয়েছে দিল্লি। পাঞ্জাবের উত্থানে গুজরাট টাইটান্স এবং বেঙ্গালুরুর অবস্থানে অবনতি হয়েছে। গুজরাট এখন তিনে, বেঙ্গালুরু চারে। লখনৌ সুপার জায়ান্টস পাঁচে অবস্থান করছে সমান পয়েন্ট নিয়ে।

এদিকে মাত্র ৬ পয়েন্ট নিয়ে কোলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে ছয় ও সাত নম্বরে। আর তালিকার নিচে রয়েছে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস, যারা এখন পর্যন্ত নিজেদের ছায়া খুঁজে পায়নি এবারের আইপিএলে।