আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্তবর্তী সরকারের সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় এবার যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে আলোচনা করবেন বিএনপির লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, একইদিন সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গেও আলাদা বৈঠক হবে। নির্বাচন ইস্যুতে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর মতামত জানার পাশাপাশি বিএনপিও নিজেদের অবস্থান তুলে ধরবে বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়েই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে। এই সময়সীমা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপি জানিয়েছে, এ বিষয়ে দলীয় মিত্রদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।
১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, এই বৈঠকে নির্বাচনী কৌশল, কর্মসূচি এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করার বিষয়ে আলোচনা হবে। একইসঙ্গে ডিসেম্বরে নির্বাচনের দাবি জোরালো করার কৌশল নিয়েও আলোচনা হতে পারে।
এলডিপি চেয়ারম্যান সেলিম জানান, বৈঠকের পর সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিএনপির স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনা নিয়ে যুগপৎ মিত্রদের অবগত করতেই এই বৈঠক।’
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ও বক্তব্য এড়িয়ে চলার পরামর্শ, দলীয় অবস্থান পরিষ্কারভাবে উপস্থাপন এবং ভেতরের ভুল বোঝাবুঝি কমিয়ে আনতে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে বলে জানানো হয়েছে।