বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ (এনফ্রেল)।
শুক্রবার (১৮ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনফ্রেল-এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন মায়া বতী, থারিন্দু আবেয়ারথনা ও আফসানা আমে।
বৈঠকে তারা বাংলাদেশে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিবেশ, নির্বাচনী কাঠামো এবং সম্ভাব্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রক্রিয়া নিয়ে বিএনপি নেতার দৃষ্টিভঙ্গি জানতে চান। মির্জা ফখরুল বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১৯৯৭ সালে গঠিত এনফ্রেল একটি স্বাধীন, নিরপেক্ষ ও বেসরকারি সংস্থা, যা এশিয়ার ১৭টি দেশের ২৭টি সংগঠনের সমন্বয়ে পরিচালিত হয়। সংস্থাটি ভোটাধিকার নিশ্চিতকরণ ও নির্বাচন পর্যবেক্ষণে সক্রিয়ভাবে কাজ করে। বাংলাদেশ ছাড়াও সংস্থাটির কার্যক্রম রয়েছে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমারসহ বেশ কয়েকটি দেশে।