রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

প্রথম ওভারে উইকেটের রাজা মিচেল স্টার্ক

Fresh News রিপোর্ট
জুন ১২, ২০২৫
১০:৪৩ পূর্বাহ্ণ

প্রথম ওভারে প্রতিপক্ষকে চাপে ফেলতে মিচেল স্টার্কের চেয়ে ভরসার আর কেউ নেই – এমনটা এখন ক্রিকেটবিশ্বে প্রমাণিত। অস্ট্রেলিয়ান এই পেসার শুধু নিজের দল নয়, ইতিহাসেও গড়েছেন প্রথম ওভারে উইকেট নেওয়ার দারুণ রেকর্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ২১২ রানে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়াকে পথ দেখিয়েছেন স্টার্কই। প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করামকে। এই নিয়ে তিনি টেস্টে ১৯তম বার ইনিংসের প্রথম ওভারে উইকেট শিকার করলেন। দিন শেষে তার বোলিং ফিগার ছিল ৭ ওভারে মাত্র ১০ রানে ২ উইকেট। তার সঙ্গে বল হাতে দুর্দান্ত ছিলেন হ্যাজেলউড ও কামিন্স। অজিদের এই পেস ত্রয়ীর দাপটে দক্ষিণ আফ্রিকা পড়ে যায় ৪৩ রানে ৪ উইকেট।

বর্তমানে টেস্ট খেলা বোলারদের মধ্যে প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন স্টার্কের। পুরো টেস্ট ইতিহাসে এ ক্ষেত্রে তিনি রয়েছেন দুই নম্বরে। এক নম্বরে আছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, যার প্রথম ওভারে উইকেট সংখ্যা ৩০টি। তিন নম্বরে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা (১৭ বার), এরপর আছেন ডেল স্টেইন (১৪ বার), জহির খান ও চামিন্দা ভাস (১৩ বার), এবং কেমার রোচ ও ট্রেন্ট বোল্ট (১০ বার)।

শুধু টেস্ট নয়, ওয়ানডে ফরম্যাটেও প্রথম ওভারে উইকেট নেওয়ার দিক থেকে ইতিহাসের দ্বিতীয় সেরা মিচেল স্টার্ক। তার প্রথম ওভারে শিকার ২৬ উইকেট। তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস, যার ঝুলিতে রয়েছে ৩০টি প্রথম ওভারের উইকেট। একমাত্র বাংলাদেশি হিসেবে এই তালিকায় আছেন মাশরাফি বিন মোর্ত্তজা, যিনি ১৭ বার প্রথম ওভারে উইকেট তুলে নিয়েছেন।