রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এলপি গ্যাসের দাম কমল, অটোগ্যাসেও সমন্বয়

Fresh News রিপোর্ট
আগস্ট ৩, ২০২৫
৬:২৬ অপরাহ্ণ

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়েছে। নতুন দাম রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়।

নতুন সমন্বয়ের ফলে ভোক্তারা রান্নার গ্যাস ও অটোগ্যাস উভয় ক্ষেত্রেই মূল্যহ্রাসের সুফল পাবেন।