গল টেস্টের প্রথম দিন পুরোপুরি নিজের করে নিয়েছে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং জুটি। মাত্র ৪৫ রানে তিন উইকেট হারিয়ে চাপের মুখে পড়া বাংলাদেশকে টেনে তুলেছেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। দিনের শেষে বাংলাদেশ ছিল ৩ উইকেটে ২৯২ রান, আর এই অবস্থান এনে দিয়েছে তাঁদের অবিচ্ছিন্ন ২৪৭ রানের দারুণ পার্টনারশিপ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রথম দুই সেঞ্চুরিও এসেছে এই দুই ব্যাটারের ব্যাট থেকেই। শান্ত আগে শতক পূর্ণ করলেও দিনের শেষ আলোয় নিজের ১২তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। প্রথম দিন শেষে বাংলাদেশ পেয়েছে শক্ত ভিত, আর ক্রিকেটপ্রেমীদের চোখ এখন রেকর্ড বইয়ের দিকে।
এই জুটিতে আরও ২০ রান যোগ হলেই ভেঙে যাবে বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটের সর্বোচ্চ জুটির রেকর্ড, যা এখন মুশফিক ও মুমিনুল হকের দখলে (২৬৬ রান, ২০১৮ মিরপুর)। শুধু তাই নয়, শ্রীলঙ্কার মাটিতেও বড় জুটির তালিকায় আছেন মুশফিক; ২০১৩ সালে আশরাফুলের সঙ্গে করেছিলেন ২৬৭ রান। সেটিও স্পর্শ করতে দরকার আর মাত্র ২০ রান।
আরও বড় লক্ষ্য হলো টেস্ট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ জুটি, যা ৩৫৯ রান—সেটি সাকিব ও মুশফিক করেছিলেন ২০১৭ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। এই রেকর্ড ছোঁয়ার জন্য মুশফিক ও শান্তর দরকার আরও ১১৩ রান।
গলে চলছে বাংলাদেশি ব্যাটিং নৈপুণ্যের প্রদর্শনী। দ্বিতীয় দিনে কতদূর যেতে পারে এই জুটি, সেটা দেখার অপেক্ষায় এখন পুরো দেশ।