রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গ্লোবাল সুপার লিগে শিরোপা ধরে রাখতে রংপুরের শক্তিশালী স্কোয়াড

Fresh News রিপোর্ট
জুন ২০, ২০২৫
৯:১৫ পূর্বাহ্ণ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয়বারের মতো গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, যেখানে দলটির নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান। ১০ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বিপিএলের সফল ফ্র্যাঞ্চাইজিটি।

জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে শেখ মেহেদী ও রিশাদ হোসেনকে ছাড়াই খেলতে হবে রংপুরকে। তবে জাতীয় টি-টোয়েন্টি দলে না থাকায় দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। আগের আসরের মতো এবারও দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

রংপুরের ঘোষিত স্কোয়াডে দেশি ক্রিকেটার হিসেবে আছেন নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি। বিদেশি কোটায় দলে রয়েছেন ইফতিখার আহমেদ, কাইল মায়ার্স, তাব্রাইজ শামসি, ইব্রাহিম জাদরান, আকিফ জাভেদ, হারমিত সিং ও খাজা নাফে।

প্রথম আসরের মতো এবারও গ্লোবাল সুপার লিগে পাঁচটি দল অংশ নিচ্ছে। আগামী ১৩ জুলাই রংপুর তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর ১৪ জুলাই হোবার্ট হ্যারিকেন্স, ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ জুলাই প্রতিপক্ষ হবে সেন্ট্রাল স্ট্যাগস।

শিরোপা ধরে রাখার মিশনে রংপুর রাইডার্স এবারের আসরে মাঠে নামবে দেশি-বিদেশি তারকায় পরিপূর্ণ একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে।