সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জ বেলকুচিতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উদ্বোধন

Fresh News রিপোর্ট
জুন ২০, ২০২৫
৭:৪৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকেল তিনটায় বেলকুচি পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়।

বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন ভুইয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনী আমিন, বিএনপি নেতা গোলাম আজম, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব কমিশনার আলম প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহসান, উপজেলা ছাত্রদলে সদস্য সচিব রিজন সরকার প্রমুখ।

উল্লেখ্য দীর্ঘ আট বছর পর চলতি বছরের ২০ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজের ফরম পূরণ করে ফিও জমা দেন কেন্দ্রে। এরপর দল থেকে সারা দেশে সব পর্যায়ের নেতাকর্মীদের প্রাথমিক সদস্য নবায়নের জন্য তাগিদ দেওয়া হয়।