সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

দলীয় সম্মেলন থেকে পিছিয়ে গেল জাতীয় পার্টির বিদ্রোহী গ্রুপ

Fresh News রিপোর্ট
জুন ২৬, ২০২৫
১০:২০ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির ২৮ জুনের ঘোষিত সম্মেলন থেকে অবশেষে সরে এসেছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন বিদ্রোহী গ্রুপ।

এর আগে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বরাদ্দ বাতিলের কারণ দেখিয়ে চীন মৈত্রী কেন্দ্রের সম্মেলন স্থগিতের ঘোষণা দেন। একই দিনে বিদ্রোহী গ্রুপ কাকরাইল কার্যালয়ের সামনে সম্মেলনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তারা সেটি বাতিল করে। এক বিদ্রোহী নেতা জানান, সহযোগিতা না পাওয়ায় সম্মেলনটি করা সম্ভব হয়নি।

এদিকে জিএম কাদেরপন্থী একটি সূত্র জানিয়েছে, বিদ্রোহী গ্রুপ সম্মেলন করছে না, তবে এখনো কোনো সমঝোতা হয়নি। এ থেকেই বোঝা যায়, পার্টির অভ্যন্তরীণ বিরোধ এখনো অবসান হয়নি।

পরে এক যৌথ বিবৃতিতে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বলেন, চেয়ারম্যান গঠনতন্ত্র না মেনে একতরফাভাবে কাউন্সিল স্থগিত করেছেন, যা দলের শৃঙ্খলার পরিপন্থী। তারা একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও যৌথ নেতৃত্বের মাধ্যমে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।