সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাজধানীতে ব্র্যাক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Fresh News রিপোর্ট
জুলাই ১, ২০২৫
৭:৫০ পূর্বাহ্ণ

রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসার তৃতীয় তলা থেকে আসাদুজ্জামান দুর্ব (২৫) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসাদুজ্জামান বরিশালের কাউনিয়া থানার কাজীবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। মেরুল বাড্ডার ল-৩২/৪/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি। একই বাসায় আরও একজন ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে, যিনি ড্রয়িং রুমে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবার অগোচরে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

বাড্ডা থানার উপ-পরিদর্শক রাশেদ মিয়া জানান, সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

জানা গেছে, আসাদুজ্জামানের বাবা ইঞ্জিনিয়ার এবং মা একজন স্কুলশিক্ষিকা। তার হঠাৎ এমন মৃত্যুকে কেন্দ্র করে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।