সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১ হাজার ৬৯০ জন

Fresh News রিপোর্ট
জুলাই ১, ২০২৫
৭:৫৪ পূর্বাহ্ণ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), যেখানে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৪৪তম বিসিএসের আওতায় ঘোষিত ১ হাজার ৭১০টি ক্যাডার শূন্য পদের বিপরীতে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তবে কারিগরি ও পেশাগত ক্যাডারে উপযুক্ত প্রার্থী না থাকায় ২০টি পদে মনোনয়ন সম্ভব হয়নি।

এছাড়া জানানো হয়, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও সবাইকে ক্যাডারে মনোনীত করা যায়নি। যারা মনোনীত হননি, তাদেরকে নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের বিষয়ে সরকারি চাহিদা অনুযায়ী পরবর্তীতে পদায়নের উদ্যোগ নেওয়া হবে।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য পিএসসির (www.bpsc.gov.bd) এবং টেলিটক ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।