সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফোনালাপে ইউনূস-রুবিও, দ্বিপাক্ষিক বাণিজ্য ও গণতন্ত্র নিয়ে আলোচনা

Fresh News রিপোর্ট
জুলাই ১, ২০২৫
৭:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুই নেতার মধ্যে ১৫ মিনিটের এ ফোনালাপে গঠনমূলক, বন্ধুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ফোনালাপে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক, গণতান্ত্রিক রূপান্তর, আসন্ন জাতীয় নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, উভয় দেশ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

অধ্যাপক ইউনূস জানান, রপ্তানি ও রেমিট্যান্সের সবচেয়ে বড় গন্তব্য হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্কসংক্রান্ত আলোচনা দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন। তিনি সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গও উল্লেখ করেন।

এছাড়া ড. ইউনূস আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বলেন, বর্তমান নির্বাচন কমিশন ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা পুনর্গঠনে কঠোর পরিশ্রম করছে। তরুণদের প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ থাকছে এবারের নির্বাচনে।

রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার প্রশংসা করে ড. ইউনূস বলেন, এই সংকটের বাস্তব সমাধান এখন আরও বাস্তবসম্মত। একই সঙ্গে মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।