জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক, যা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালিকে আলোর পথে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক পটপরিবর্তন। এতে শহীদদের স্মরণ এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে তিনি জানান, নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে, যেখানে সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন, দুর্নীতি ও নৈরাজ্য দূর করার অঙ্গীকার রয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গত দশ মাসের কর্মকাণ্ড ইতোমধ্যে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং সরকারের লক্ষ্যপূরণে অনেক দূর অগ্রসর হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে জুলাই যোদ্ধারা বলেন, তারা শহীদদের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। এ সময় সভায় উপস্থিত ছিলেন উমামা ফাতেমা, নুসরাত হক, কথা, কলি, সাইমা ও আব্দুর রহমান নবীনসহ অভ্যুত্থানে অংশ নেওয়া আরও অনেকে।