রাষ্ট্রপতির এককভাবে ফৌজদারি অপরাধে ক্ষমা প্রদানের ক্ষমতা থাকা উচিত নয় বলে মত দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটি বিচারব্যবস্থার বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংশ্লিষ্ট প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর আলোচনায় এসব কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তার সঙ্গে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক।
আলোচনায় অংশ নেওয়া দলগুলো রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন এবং উচ্চ আদালতের বিচার জনগণের নিকট পৌঁছে দিতে বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ সম্প্রসারণের দুটি প্রস্তাবে একমত হয়। ফুয়াদ জানান, এবি পার্টি এসব প্রস্তাবকে বাস্তবধর্মী ও মানবিক বলেই দেখে।
এবি পার্টির পক্ষ থেকে আরও বলা হয়, বিচারিক সেবা কেবল বিভাগীয় শহর নয়, বরং দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও সম্প্রসারণ করা উচিত। কারণ বর্তমানে কোটি কোটি মানুষ বিচারের জন্য ঢাকায় আসতে বাধ্য হন, ফলে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। বিচারপ্রক্রিয়াকে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়াই মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল পথ বলে দলটির দাবি।