সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আহতদের হুঁশিয়ারি – আবারও ঘটতে পারে ‘জুলাই’

Fresh News রিপোর্ট
জুলাই ৫, ২০২৫
১০:৩১ অপরাহ্ণ

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) জুলাই অভ্যুত্থানে আহতরা অভিযোগ করেছেন, ঈদের ছুটির অজুহাতে তাদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কেউ কেউ এখন হাসপাতালের ফ্লোরে থাকছেন। তারা সতর্ক করে বলেছেন, সুচিকিৎসা না পেলে ‘আবারও জুলাই’ ঘটবে।

শনিবার (৫ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শনে গেলে আহতরা চিকিৎসা না পাওয়ার নানা অভিযোগ তুলে ধরেন।

আহত সৌরভ বলেন, যারা ভর্তি ছিলেন, তাদের ছুটির সময়ে বাড়ি পাঠানো হয়েছিল এই আশ্বাসে যে ফিরলে আবার ভর্তি নেওয়া হবে। কিন্তু ফেরার পর কাউকেই আর ভর্তি নেওয়া হয়নি। আহতদের মধ্যে অনেকের শরীরে পচন ধরেছে বলে জানান তিনি।

আহত আশিক জানান, বাড়ি থেকে ফিরে ১১ দিন ধরে হাসপাতালে ফ্লোরে অবস্থান করছেন, কারণ তাকে ভর্তি করা হয়নি এবং কোনো চিকিৎসাও দেওয়া হচ্ছে না।

গুলিবিদ্ধ আহত আয়েশা বলেন, তার সঠিক চিকিৎসা ও সহায়তা পাওয়ার কথা থাকলেও তিনি তা পাননি। তাকে হাসপাতালের ভেতরে কাঁধে ব্যান্ডেজ লাগানো অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন, তারা আহতদের কাছ থেকে বহু অভিযোগ পেয়েছেন। একজন মা অভিযোগ করেছেন যে ছেলেকে নিয়ে বাড়ি গিয়ে ফেরার পর তাকে আর হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি, অথচ তিনিই কাজ করে তার ছেলের চিকিৎসার খরচ জোগাড় করছেন।

কমিটির সাধারণ সম্পাদক হাসান বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা—এসব মানুষের মৌলিক চাহিদা। কিন্তু আহতরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, আহতদের মধ্যে সিন্ডিকেট ও গ্রুপিং সৃষ্টি হয়েছে বলে অজুহাত তুলে দায়িত্ব এড়ানো হচ্ছে। অথচ আন্দোলনের সময় কেউ গ্রুপে ছিলেন না, সবাই একসাথে লড়েছেন।

হাসান আরও জানান, তারা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আবুল কেনানের সঙ্গে দেখা করেছেন। তিনি নিজেকে ‘নিরুপায়’ বলে মন্তব্য করলেও এই অবস্থার ব্যাখ্যা দিতে পারেননি। ছাত্র আন্দোলনের নেতারা জানান, এ বিষয়ে তারা স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গেও কথা বলবেন।

বক্তব্য শেষে তারা স্লোগান দেন—“চিকিৎসা নিয়ে সিন্ডিকেট চলবে না, চলবে না।”