সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জামায়াত আমিরের শাশুড়ির ইন্তেকাল

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
৯:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৬ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান জামায়াত আমির।

তিনি পোস্টে উল্লেখ করেন, তার শ্রদ্ধেয় শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ দুনিয়ার সফর শেষ করেছেন। এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা চিকিৎসাকালীন সময়ে খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন।

তিনি আরও বলেন, হায়াত ও মউত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফায়সালা ও নেয়ামত। তিনি মরহুমার জন্য আল্লাহর রহমত, ক্ষমা এবং অনন্ত জীবনের সফরে রহমতের ফেরেশতার সাহায্য কামনা করেন। সকলের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন তিনি।