সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
৯:১৯ পূর্বাহ্ণ

দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণের মধ্যে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ জুলাই) রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষার প্রশ্নে জনগণ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের মধ্যে ঐক্যের ঘাটতি নেই। তিনি উদাহরণ দিয়ে বলেন, ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন ও মুক্তিযুদ্ধ -সব ক্ষেত্রে মানুষ একতাবদ্ধ হয়ে লড়াই করেছে।

তিনি বলেন, জনগণকে ক্ষমতায়িত করতে না পারলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, তবেই জাতীয় নিরাপত্তা ও অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি সম্ভব।

গণতন্ত্র চর্চায় বারবার বাধা এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আলোচনা ও বিতর্কের মধ্য দিয়েই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভিত্তি গড়ে তোলা সম্ভব। দেশের মানুষ এখন তর্ক-বিতর্ক করছে, আলোচনা করছে, যা একটি ইতিবাচক দিক।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরেই রাষ্ট্র মেরামতের কথা বলে আসছে। ২০১৬ সাল থেকে শুরু করে ২০২৩ সালে ঘোষিত ৩১ দফায় রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে।

আলোচনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস)-এর সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বদিউল আলম মজুমদার, নুরুল হক নূর, মাহবুব উল্লাহ, কবি ফরহাদ মজহারসহ বিভিন্ন রাজনৈতিক, সামরিক ও বেসামরিক ব্যক্তিত্ব অংশ নেন।