সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
১০:০৩ অপরাহ্ণ

আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।

সোমবার (৭ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এসব অঞ্চলে আবারও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (৯ জুলাই) থেকে শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে, যা দেশের আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা স্বস্তি আনতে পারে।