দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন সবচেয়ে বেশি ১৫৪ জন। অন্যান্য বিভাগে চট্টগ্রামে ৫১ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরে ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৬ জন, দক্ষিণ সিটিতে ৫৩ জন, খুলনায় ৫৪ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৬১ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন ১ জন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৪০৯ জন।
গত দুই বছরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও ভয়াবহ—তখন মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।