সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এসএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা ১০ জুলাই

Fresh News রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
৯:৩৭ পূর্বাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ওইদিন ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

এবার ফল দেখার পদ্ধতিতে কোনো পরিবর্তন আসছে না। শিক্ষার্থীরা আগের নিয়মেই অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইনে ফল জানতে হলে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-তে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সাল (২০২৫) দিয়ে সাবমিট করতে হবে।

এসএমএসে ফল জানার জন্য সাধারণ শিক্ষার্থীরা মোবাইলে টাইপ করবেন: SSC <Board> <Roll> 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। যেমন: SSC DHA 123456 2025

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: Dakhil MAD <Roll> 2025 লিখে 16222 নম্বরে পাঠালে ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের জন্য পদ্ধতি: SSC TEC <Roll> 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

শিক্ষার্থীরা চাইলে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফলসহ রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে হলে EIIN নম্বর ব্যবহার করতে হবে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সারাদেশে ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

ফল প্রকাশের দিন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকলেও ১০ জুলাই সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।