সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে: আসিফ নজরুল

Fresh News রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
৯:৩৮ পূর্বাহ্ণ

বিচারব্যবস্থা পূর্ণ গতিতে চলছে এবং জনগণের হতাশ হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার অবশ্যই হবে।

সোমবার (৭ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শোতে তিনি এসব কথা বলেন। তথ্যচিত্রটি ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত।

আসিফ নজরুল বলেন, বিচারকে অবশ্যই গ্রহণযোগ্য করতে হবে। সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা বিচারের কথা, সংস্কারের কথা, শহীদদের পুনর্বাসন ও নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। যারা বিচার বাধাগ্রস্ত করতে অর্থ ও প্রভাব ব্যবহার করছে, তাদের মুখোশ উন্মোচন হবে। আমরা সর্বোচ্চ মানের, পুঙ্খানুপুঙ্খ তদন্তভিত্তিক বিচার করতে চাই।

তিনি বলেন, “জুলাইয়ের ইতিহাস কখনো বেহাত হবে না। আমার চোখে আজো ভাসে শহীদদের আত্মদান, সেইসব মিছিল, সেইসব দৃশ্য। আমাদের হতাশ হওয়ার কিছু নেই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম, গৃহায়ন ও গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান এবং অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিগত ১৬ বছরে দেশে নিপীড়ন, গুম, হত্যা, ফ্যাসিবাদ চলছে। জনগণের আন্দোলনের ইতিহাস স্মরণ করে এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি করতে হবে। শুধু জুলাই নয়, প্রতিমাসেই শহীদদের স্মরণ করতে হবে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাইয়ের আন্দোলন আসলে বহু বছরের সংগ্রামের অংশ। আমাদের এখন সাংস্কৃতিকভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হবে।” তিনি বলেন, সত্যের ইতিহাসকে ব্যাখ্যার কাঠামোয় তুলে আনতে হবে, যাতে তা ভবিষ্যৎ প্রজন্মের সামনে থাকে।

আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বারবার মাথা তুলতে চায়। কিন্তু বাংলাদেশ ফ্যাসিবাদকে কবর দিয়েছে—এ কবর যেন আর কখনো খনন না হয়, তা নিশ্চিত করতে হবে।

শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন বলেন, এক বছর পেরিয়ে গেলেও শহীদদের হত্যার বিচার হয়নি। তিনি দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং সঞ্চালনা করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তথ্যচিত্রটি প্রযোজনা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।