আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি এই সমাবেশকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখ করেন। একইসাথে ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এই আয়োজনের তাৎপর্য ব্যাখ্যা করেন।
বৈঠকে জাতীয় সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বিশেষভাবে আলোচিত হয় ৭-দফা দাবির আদায়ের লক্ষ্যে জনসম্পৃক্ততা বাড়ানো এবং সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে সক্রিয় রাখা। ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, এই সমাবেশের মাধ্যমে গণ-অভ্যুত্থানের বাস্তবিক সফলতা অর্জন সম্ভব হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ, ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্রশিবিরের প্রতিনিধিরা।
সবশেষে দলের আমির দেশের সর্বস্তরের মানুষ ও সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে জাতীয় সমাবেশ সফল করার জন্য আহ্বান জানান।