সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এসএসসিতে এবার গ্রেস নম্বরের কোন উদারতা নেই, ৭৯ তে ৮০ দেওয়া হয়নি

Fresh News রিপোর্ট
জুলাই ১০, ২০২৫
৮:৫০ অপরাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কোনো ধরনের গ্রেস নম্বর দেওয়া হয়নি। কেউ ৭৯ নম্বর পেয়ে থাকলেও সেটি ৮০-তে উন্নীত করা হয়নি। পুরো ফলাফল প্রস্তুত করা হয়েছে নির্ভুল ও কঠোর মূল্যায়নের মাধ্যমে, যাতে কোনো প্রকার নম্বর বাড়িয়ে দেওয়া হয়নি।

এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এবারের ফলাফল সম্পূর্ণরূপে উত্তরপত্রের প্রকৃত মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা যেটুকু লিখেছে, নম্বরও সেই অনুযায়ী দেওয়া হয়েছে।

তিনি জানান, পরীক্ষকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল—কোনোভাবেই নম্বর বাড়িয়ে ভালো গ্রেড দেওয়ার সুযোগ রাখা যাবে না। বোর্ডের পক্ষ থেকে শিক্ষকদের উদ্দেশে নির্দেশ ছিল, শিক্ষার্থীর খাতায় যা থাকবে, কেবল সেটুকুরই মূল্যায়ন করতে হবে।

অধ্যাপক এহসানুল কবির বলেন, অতীতে কীভাবে নম্বর দেওয়া হতো সে বিষয়ে মন্তব্য না করলেও এবারের ফলাফলে কোনো চাপ বা প্রভাব ছিল না। ফলাফলে একদম প্রকৃত নম্বরই তুলে ধরা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, আগের বছরগুলোতে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ১ থেকে ৫ নম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হতো, যাতে জিপিএ উন্নয়ন হয় বা শিক্ষার্থী পাস করতে পারে। এবার সেই নীতি বাতিল করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকিতে প্রতিটি ধাপে নিয়ম মেনে পরীক্ষা হয়েছে। সরকার থেকে স্পষ্ট নির্দেশ ছিল, প্রকৃত শিক্ষাগত মান যাচাই করতে কোনো ধরনের নমনীয়তা রাখা যাবে না।

ফলে এবারের ফলাফল শিক্ষার্থীদের প্রকৃত অর্জনকেই প্রতিফলিত করছে বলে জানান সংশ্লিষ্ট বোর্ডের কর্মকর্তারা।