ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙরি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি যেই দলেরই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (১২ জুলাই) রাতে এক বিবৃতিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে হেফাজতে নেয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপর অভিযুক্ত তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যা মামলার অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে সহায়ক হচ্ছে। পুলিশের এই তৎপরতা সামাজিক মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলেও জানায় ডিএমপি। এক্ষেত্রে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার তদন্তে বিঘ্ন ঘটাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, এমন অপপ্রচারে কেউ যেন যুক্ত না হয়, সেই আহ্বান জানানো হচ্ছে। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে এবং আইনের চোখে সবাই সমান – অপরাধীরা যে পরিচয়েরই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।