জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সুশীল প্রশাসন হিসেবে নয়, বরং অভ্যুত্থান-পরবর্তী সরকারের ভূমিকা পালনে দেখতে চান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বক্তৃতায় সারজিস আলম বলেন, এক জুলাইয়ের অভ্যুত্থানের পর আরেক জুলাইয়ে প্রবেশ করলেও মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো চলমান। তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে এখনো মুজিববাদীরা সক্রিয়ভাবে অবস্থান করছে এবং শুধু আইন দিয়ে এই প্রবণতা মোকাবিলা সম্ভব নয়।
তিনি বলেন, এই আদর্শের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। মতভেদ থাকতে পারে, তবে মুজিববাদের বিরোধিতায় অভ্যুত্থানের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সারজিস আলম আরও বলেন, বাংলাদেশে ভারতপন্থি মুজিববাদী শক্তি আবার সক্রিয় হয়ে উঠেছে। এই দেশ ভারতের আধিপত্য মেনে নেবে না, এটাই জনগণের সঙ্কল্প। তিনি দাবি করেন, হাজার হাজার ছাত্র শহীদ হয়েছেন, কিন্তু এখনও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা ছাড়া পরিবর্তন সম্ভব নয়। ফ্যাসিস্টবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য দরকার হলেও, সেটি অন্ধ আনুগত্যের মাধ্যমে নয়—এমনটাই মনে করেন এই নেতা।
তিনি শেষ করেন এই বক্তব্য দিয়ে, রাজনৈতিক প্রতিযোগিতার সৌন্দর্য যেন রক্ষা পায় এবং দলীয় বিচার বিভাগ কিংবা তোষামোদী আইনশৃঙ্খলা বাহিনী নয়, জনগণের প্রশাসন গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।