“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” – এই প্রতিপাদ্যে ঢাকার ওসমানী মিলনায়তনে কেন্দ্রীয় কর্মসূচীর সাথে যুক্ত হয়ে সিরাজগঞ্জের কামারখন্দে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে কামারখন্দ উপজেলা পরিষদ হলরুমে এ কেন্দ্রীয় কর্মসূচির সাথে যুক্ত হয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। সহযোগিতায় ছিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকার ওসমানী মিলনায়তনে কেন্দ্রীয় অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এম খুরশিদ এর পরিচালনায় “লাখো কণ্ঠে শপথ পাঠ”।
এ সময় সবাই মানবিক, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে নিজেদের উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।মানবিক ও নৈতিক দায়িত্ব নিয়ে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার,দারিদ্র্য, সহিংসতা ও বৈষম্যহীন সমাজ নির্মাণের প্রতিশ্রুতি,নারীর নিরাপত্তা ও শিশু অধিকার রক্ষায় সক্রিয় অংশগ্রহণ,সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সমতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ,অন্যায়, দুর্নীতি ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি মর্যাদাপূর্ণ মাতৃভূমি গড়ার দৃঢ় প্রত্যয়।
শপথ পাঠের পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশপ্রেম, মানবতা ও সামাজিক মূল্যবোধভিত্তিক সংগীত, কবিতা আবৃত্তি ও ইসলামিক গজল পরিবেশনা।
কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালিব এর সঞ্চালনায় এসময় সহকারী কমিশনার (ভূমি) কামারখন্দ ইশরাত জাহান, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি রাজ্জাক রাজ, সমাজসেবা ফিল্ড সুপারভা়ইজার নাজমুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সুবিধাভুগি নারী পুরুষ , মাদ্রাসা শিক্ষক ও ছাত্র , সমাজকর্মী উপস্থিত ছিলেন।