সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বয়কট করে কালো ব্যাজ ও মানববন্ধন

Fresh News রিপোর্ট
জুলাই ২৬, ২০২৫
৯:৩৩ অপরাহ্ণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ২০২৫ সালের বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় তারা অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে মানববন্ধনে অংশ নেন। এই সময় ‘আমার ক্যাম্পাস আমার ঘর, থাকব না আর যাযাবর’, ‘অন্যের ক্যাম্পাস সজ্জিত, আমরা কেনো বঞ্চিত’, ‘ক্যাম্পাস নিয়ে প্রহসন, মানি না মানবনা’ – এই ধরনের প্রতিবাদী স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

এর আগে গত ২৪ জুলাই একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন এবং বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের ঘোষণা দেন।

২৫ জুলাই প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এর ফলে ২৭, ২৮ ও ২৯ জুলাই বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নির্ধারিত পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হবে না।

বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান, চলমান অস্থিরতার মধ্যে পরীক্ষা গ্রহণ কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে বলেন, দাবিটি যৌক্তিক এবং হতাশার কিছু নেই, তবে দীর্ঘ সময় ধরে চেষ্টা না করলে ফল পাওয়া কঠিন।