সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শক্তিশালী বাংলাদেশ গঠনে নতুন সংবিধানের আহ্বান এনসিপির

Fresh News রিপোর্ট
জুলাই ২৭, ২০২৫
৭:২৯ অপরাহ্ণ

শক্তিশালী ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে একটি নতুন সংবিধান প্রণয়ন জরুরি – এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

রোববার নেত্রকোণার পুরাতন কালেক্টরেট মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এই বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল আদর্শ – সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার – ৭২ সালের সংবিধানে উপেক্ষিত হয়েছে। সে সময় আওয়ামী লীগ তাদের পরিবার ও দলকেন্দ্রিক একটি সংবিধান তৈরি করেছিল, যা পরবর্তী সময়ে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে ওঠে। এর ফলে মুসলমান, আলেম সমাজ, নারী ও পাহাড়ি জনগোষ্ঠীসহ নানা শ্রেণির মানুষ নিপীড়নের শিকার হয়েছেন।

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, বর্তমান সংবিধান নাগরিক অধিকার, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ। তাই একটি নতুন সংবিধান প্রয়োজন, যেখানে সবার অধিকার নিশ্চিত থাকবে এবং সমাজে সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, এনসিপি জুলাই যোদ্ধাদের নিয়ে প্রতিটি মানুষের দ্বারে গিয়ে সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে কাজ করে যাচ্ছে। তার ভাষায়, যদি নতুন সংবিধান তৈরি না হয়, তাহলে দেশে বারবার ফ্যাসিস্ট সরকার ও খুনি নেতৃত্ব ফিরে আসবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।