রাজধানী ঢাকায় আজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টির পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কারণে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ করবে ছাত্রদল, যেখানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান।
ছাত্রদল জানিয়েছে, প্রাথমিকভাবে তারা শহীদ মিনারে সমাবেশের পরিকল্পনা করলেও, এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটি ব্যস্ত সময়ে রাজধানীতে সমাবেশের কারণে সৃষ্ট জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জনসমাগম বৃদ্ধি পাবে, ফলে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল সম্ভব হবে না। এজন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাটাবন মোড়, মৎস্য ভবন মোড়, কাকরাইল মসজিদ ক্রসিং, টিএসসি ও রাজু ভাস্কর্যের সংলগ্ন এলাকায় যান চলাচল ডাইভারশন করা হবে।
পুলিশ জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার, সমাবেশস্থল এড়িয়ে চলা এবং বিশেষ করে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে। সমাবেশের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।