সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের তৃতীয় ধাপের নিয়োগপত্র স্থগিত করেছেন হাইকোর্ট। কোটাভিত্তিক নিয়োগ দেওয়ার কারণে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আগামীকাল থেকে নিয়োগপত্র দেওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশে তা স্থগিত থাকে। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট কামরুজ্জামান ভূঁইয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী।
এই নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য অভিযোগ আদালতের নজরে আসে। ৩১ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। আদালতের সিদ্ধান্তের ফলে এখন প্রক্রিয়াটি পুনরায় পর্যালোচনা করা হবে।