সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হয়েছে শনিবার (৩০ ডিসেম্বর)। ১২ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় মোট ৯ লাখ ৬৫ হাজার ৭০৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সরকারি স্কুলে আবেদন পড়েছে ৬ লাখ ২৫ হাজার ৯০৩টি এবং বেসরকারি স্কুলে ৩ লাখ ৩৯ হাজার ৮০০টি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্য অনুযায়ী, মোট আবেদনকারীরা স্কুল পছন্দ দিয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৭৩৮টি। তবে বেসরকারি স্কুলগুলোতে আবেদন তুলনামূলক কম, যেখানে ১০ লাখ ৭ হাজার ৬৭১টি আসনের বিপরীতে ৭৬ শতাংশ আসন খালি রয়ে গেছে।
মাউশির উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, অভিভাবকেরা সরকারি স্কুলের মান ও কম খরচের কারণে সেগুলোর প্রতি বেশি আগ্রহী। বিশেষত ঢাকা ও মহানগর এলাকায় সরকারি স্কুলগুলোতে ভর্তির চাহিদা বেশি।