জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, সিভিল সার্ভিস থেকে ‘ক্যাডার’ শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।
রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ক্যাডার শব্দটির সঙ্গে নেতিবাচকতা জড়িয়ে আছে। তাই এটি বাদ দিয়ে সংশ্লিষ্ট সেবা অনুযায়ী যেমন- সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, বা সিভিল সার্ভিস অ্যাগ্রিকালচার নামকরণের প্রস্তাব দেওয়া হবে।”
তিনি আরও জানান, জনপ্রশাসনকে জনসেবা বলা এবং ডিসি পদবির পরিবর্তন সম্পর্কেও কমিশন সুপারিশ করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, যা জনগণের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
সিনিয়র সচিব মনে করেন, এই শব্দ পরিবর্তনের মাধ্যমে প্রশাসন ব্যবস্থায় মানসিক শান্তি এবং ইতিবাচক পরিবর্তন আসবে।