রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাজ্যে হাসিনার ঘনিষ্ঠ মন্ত্রী ও ব্যবসায়ীদের বিপুল সম্পদের সন্ধান

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১, ২০২৪
৩:৪৯ অপরাহ্ণ

যুক্তরাজ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মন্ত্রী, ব্যবসায়ী এবং তাদের পরিবারের বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। বিলাসবহুল ফ্ল্যাট থেকে অট্টালিকার মালিক হয়েছেন তারা। এসব সম্পত্তির আনুমানিক মূল্য ৪০ কোটি পাউন্ড বা প্রায় ৬ হাজার কোটি টাকা।

আলোচিত ব্যক্তিরা:
বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

প্রকাশিত তথ্য:
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে ৩৫০টিরও বেশি সম্পত্তির তথ্য উঠে এসেছে। বেশিরভাগ সম্পত্তি কেনা হয়েছে অফশোর কোম্পানির মাধ্যমে।

বিশেষ সম্পত্তি:

  • সালমান এফ রহমানের পরিবারের লন্ডনের মেফেয়ার এলাকায় সাতটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে।
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের ৩০০টিরও বেশি সম্পত্তির মূল্য অন্তত ১৬ কোটি পাউন্ড।
  • বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পরিবারের মালিকানায় যুক্তরাজ্যের সারে এলাকায় দুটি অট্টালিকা রয়েছে।
  • নাসা গ্রুপের চেয়ারম্যানের লন্ডনের কেনসিংটনে পাঁচটি সম্পত্তি পাওয়া গেছে।

সরকারি পদক্ষেপ:
বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে। সিআইডি ও বিএফআইইউ অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে।

অনুসন্ধানে জানা গেছে, হাসিনা সরকারের শাসনামলে প্রায় ১৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার একটি বড় অংশের গন্তব্য যুক্তরাজ্য।