বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৪৪ হাজার ছাড়ালো

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৪
৯:৫৮ পূর্বাহ্ণ

গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলের চলমান হামলায় আরও ৪৭ জন নিহত হয়েছেন, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪,৪২৯ জনে। আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে আটকে আছে আরও হাজারো মানুষ।

জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের বর্বর আক্রমণ থামেনি। ৭ অক্টোবর হামাসের পাল্টা আক্রমণের পর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজার হাসপাতাল, মসজিদ, এবং স্কুল ধ্বংস হয়েছে।

গাজায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত, খাদ্য, পানি, ও ওষুধের সংকট চরমে। অবকাঠামোর ৬০ শতাংশ ধ্বংস হয়েছে। জাতিসংঘের মতে, গাজা বর্তমানে মানবিক বিপর্যয়ের মুখোমুখি।