বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৪
১০:০১ পূর্বাহ্ণ

টানা ১৪ মাস ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৪৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এই হামলায় স্কুল, মসজিদ, ও হাসপাতালও ধ্বংস হয়েছে।

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন গাজায় যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলের অভিযোগ তুলেছেন। তিনি জানান, উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বসতি স্থাপনের পরিকল্পনা করছে কট্টরপন্থিরা। নেতানিয়াহুর লিকুদ পার্টি এই মন্তব্যকে “নিন্দিত মিথ্যা” বলেছে।

আন্তর্জাতিক মহলে ইসরায়েলের এ আগ্রাসন যুদ্ধাপরাধ হিসেবে নিন্দিত হয়েছে।