ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধের গুজব ছড়িয়ে পড়ায় ভারতে থাকা বাংলাদেশি নাগরিকরা দ্রুত দেশে ফিরছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের সীমান্ত চেকপোস্টগুলোতে ফিরতি বাংলাদেশিদের ভিড় লক্ষ করা যাচ্ছে।
রাধারাণী মণ্ডল, ফরিদপুরের একজন শিক্ষিকা, ভারতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পর হিন্দুত্ববাদী দলগুলোর সীমান্ত বন্ধের হুমকির কথা শুনে দ্রুত দেশে ফিরে আসেন। বিএসএফ মুখপাত্র এই গুজবকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন এবং সীমান্ত খোলা থাকার আশ্বাস দিয়েছেন।
পেট্রাপোল সীমান্ত দিয়ে শত শত বাংলাদেশি দেশে ফিরছেন, অন্যদিকে বাংলাদেশে থাকা ভারতীয়রা নিজ দেশে ফিরে যাচ্ছেন।