২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ সিরিজ। পাতলা ডিজাইন রাখার জন্য অ্যাপল এই সিরিজে সিম ট্রে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পরিবর্তনের কারণে চীনের বাজারে আইফোন ১৭ সিরিজ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
চীনের নিয়ম অনুযায়ী, প্রত্যেক ফোনে ফিজিক্যাল সিম কার্ড স্লট থাকা বাধ্যতামূলক। কিন্তু আইফোন ১৭ সিরিজে শুধু ই-সিম প্রযুক্তি থাকবে, যেখানে ফিজিক্যাল সিমের প্রয়োজন নেই। এই নিয়ম না মানার কারণে অ্যাপল চীনের আইনি জটিলতায় পড়তে পারে।
অ্যাপলের মোট বিক্রির ১৯ শতাংশই চীনে তৈরি হয়। ফলে চীনের বাজার হারালে অ্যাপল বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে অ্যাপল চীনের নিয়ম মেনে সিম ট্রে সংযোজন করবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, আইফোন ১৭ সিরিজে ৫ থেকে ৬ মিলিমিটার পাতলা ডিজাইন থাকতে পারে, যা ফোনটির আকর্ষণীয় বৈশিষ্ট্য হতে পারে। তবে চীন এই নতুন ডিজাইন গ্রহণ করবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।