রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জে কওমী জুটমিলস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩, ২০২৪
১২:০৭ অপরাহ্ণ

সোহান সেখঃ

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুটমিলস পুনরায় চালুর দাবিতে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ১ নম্বর মিলগেট রায়পুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন কওমী মজুমদার ইউনিয়নের সাবেক সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহাব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিগান, জেল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা জাসাসের আহবায়ক মো. আব্দুল্লাহ আল মাহমুদ রানা, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন কওমী জুটমিল শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. হাসান শেখ।