বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরে বার্ষিক সর্বোচ্চ রেকর্ড

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৪, ২০২৪
৯:১২ পূর্বাহ্ণ

চলতি বছর সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। মঙ্গলবার নতুন করে চারজনের মৃত্যুদণ্ড কার্যকরের পর এই সংখ্যা দাঁড়িয়েছে ৩০৩-এ। মৃত্যুদণ্ডের এই পরিসংখ্যান ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রকাশ করেছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মঙ্গলবার মাদক চোরাচালানের দায়ে তিনজন এবং অন্য অপরাধে অভিযুক্ত একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০২২ সালে ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। তবে ২০২৪ সালে এই সংখ্যা অনেক বেশি বেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে, বিশ্বে চীন ও ইরানের পর মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে সৌদি আরব তৃতীয় অবস্থানে।

জার্মানির মানবাধিকার সংস্থা ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এই সংখ্যার দ্রুত বৃদ্ধিকে “দুর্বোধ্য ও অমানবিক” বলে উল্লেখ করেছে। সংস্থাটির আইনি পরিচালক তাহা আল-হাজি বলেছেন, “মৃত্যুদণ্ড কার্যকরের এই গতি মানবাধিকারের জন্য হুমকি।”

সৌদি আরবে প্রায় প্রতিদিনই একজনের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে বলে দাবি করেছেন মানবাধিকারকর্মীরা। তারা শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ২০২৪ সালে এই সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে। বাস্তবে এই পূর্বাভাস সত্য হয়েছে।

এই ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। তারা সৌদি সরকারের এই নীতিকে অত্যধিক কঠোর এবং মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে আখ্যায়িত করছে।

সৌদি আরবে মৃত্যুদণ্ড মূলত মাদক চোরাচালান, হত্যাকাণ্ড এবং অন্যান্য গুরুতর অপরাধের ক্ষেত্রে দেওয়া হয়। তবে দেশটির বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে।