বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বেলকুচিতে নাইট ফুটসাল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৭, ২০২৪
৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ বেলকুচিতে তামাই ক্রীড়া (ক্রিকেট) এসোসিয়েশন কর্তৃক নাইট ফুটসাল টুর্ণামেন্ট ২০২৪ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর ) রাত ৮টায় তামাই অগ্রনি সংসদ খেলার মাঠে ঢাকা কিং বনাম রংপুর এর মধ্যে ফুটসাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

তামাই অগ্রনি সংসদের সভাপতি আব্দুল্লাহ মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম।

৬০ মিনিটের খেলায় ঢাকা কিং ৫ গোল করে চ্যাম্পিয়ন ও রংপুর বিভাগ ২ গোল করে রানার্স আপ হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দুই দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলীম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিন, সমাজ সেবক নান্নু আকন্দ, আব্দুল আজিজ সরকার, বিএনপির নেতা হাফেজ শাহীন, হাফিজ শেখ, এবাদুর রহমান রাজা, সমাজ সেবক আব্দুল মজিদ বাবলু, আইয়ুব আলী প্রমুখ।