রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নোয়াখালীর বনদস্যু ও ভূমিদস্যু আবুল কালাম গ্রেপ্তার

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
১০:০৬ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক :

নোয়াখালী জেলা পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী বনদস্যু ও ভূমিদস্যু আবুল কালাম ওরফে সফি বাতাইন্নাকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ভোরে সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের জিয়ার চর এলাকার সফি নগর আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে তার চতুর্থ স্ত্রী হাসিনা বেগমকেও (৫০) গ্রেপ্তার করে যৌথবাহিনী।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় রামদা ও একটি চাকু পাওয়া যায়। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। চরজব্বর থানার ওসি মো. শাহীন মিয়া বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম সফি প্রকাশ ওরফে ‘সফি বাতাইন্না দুই যুগের বেশি সময় ধরে নোয়াখালীর দক্ষিণাঞ্চল সুবর্ণচর ও মেঘনা নদী এলাকায় রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, খাস জমি দখল করে বিক্রিসহ অসামাজিক কর্মকাণ্ড ছিল তার নিত্যদিনের কাজ।

এ ব্যাপারে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান , আবুল কালাম ওরফে সফি বাতাইন্না জেলা পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারে আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার অনুসারীরা মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে যৌথ বাহিনীকে হামলা করার চেষ্টা করে। পরবর্তীতে সুকৌশলে তার স্ত্রীসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি  আরও জানান, চরজব্বার থানা ছাড়াও একাধিক থানায় মামলা রয়েছে তার বিরুদ্ধে। অস্ত্র মামলা ছাড়াও তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ভূমিদখল, আগ্নেয়াস্ত্র ও বন মামলা রয়েছে। তাকে ও স্ত্রী হাসিনা বেগমকে অস্ত্র মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।