সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৫
১০:১৪ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ :

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শৈলাট-কাচিনা সড়কের শৈলাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অনিক মণ্ডল (২৫) ও রিয়াদ মণ্ডল (২২)। তারা শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের বাসিন্দা ও চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিপ্রা গার্মেন্টস কারখানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে তাদের মোটরসাইকেল একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় তারা সড়কে ছিটকে পড়েন। পরে অনিককে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল এবং রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৩০ মিনিটে রিয়াদ ও ১১টায় অনিক মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।