দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ২৭ ফেব্রুয়ারি সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে। এ বিষয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন রোববার গণমাধ্যমকে জানান, সাইফুল আলমের বিরুদ্ধে বর্তমানে দুদকে একটি অনুসন্ধান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে এই অর্থ উদ্ধার করেছে এবং তা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে অনুসন্ধান কর্মকর্তা ও যৌথ বাহিনীর উপস্থিতিতে টাকা জব্দ করা হয় এবং তা আদালতে দাখিল করা হবে। দুদক জানায়, সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় গত ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়।
প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এবং ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১১ সেপ্টেম্বর, সেনাবাহিনী তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। এছাড়া ৪ সেপ্টেম্বর সাইফুল আলম ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।