সোমবার
৩রা মার্চ, ২০২৫
১৮ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমল

Fresh News রিপোর্ট
মার্চ ৩, ২০২৫
৩:৫৬ অপরাহ্ণ

১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের মূল্য ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (৩ মার্চ) সংস্থাটি নতুন মূল্য ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

একই সঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত মাসে (২ ফেব্রুয়ারি) এলপি গ্যাসের দাম ১৯ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের মূল্য প্রতি লিটার ৬৭ টাকা ৭৪ পয়সা করা হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে প্রতি মাসে নতুন দাম নির্ধারণ করে। নতুন মূল্যহার অনুযায়ী, আজ সন্ধ্যা থেকে সংশোধিত দাম কার্যকর হবে।