মঙ্গলবার
৪ঠা মার্চ, ২০২৫
১৯শে ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তিন দিনের সরকারি সফরে সেনাপ্রধান

Fresh News রিপোর্ট
মার্চ ৩, ২০২৫
৩:৩২ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ :

তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে সোমবার ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি দেশটিতে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট ও শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শন করবেন।

এছাড়া, স্থানীয় জনগণের সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করারও পরিকল্পনা রয়েছে তার।

বর্তমানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৯,৯৬১ জন বাংলাদেশি সেনাসদস্য সেখানে দায়িত্ব পালন করেছেন, যেখানে ১১ জন সেনাসদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন।