রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ,আটক ২

Fresh News রিপোর্ট
মার্চ ১৯, ২০২৫
১০:৩৫ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

ঢাকার পল্লবীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানার পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগকারী নিজেকে সংবাদকর্মী হিসেবে পরিচয় দিয়ে মামলা দায়ের করেছেন ।

এজাহারে উল্লেখ করেছেন, “মাটিকাটা এলাকায় লোকজনকে জিম্মি করে অর্থ আদায়ের খবর সংগ্রহ করতে সোমবার ১১ টা নাগাদ তিনি সেখানে যায় ।এসময় তাকে ১৬ জন লোক ঘিরে ফেলে। সেখান থেকে পল্লবীর বারনটেক এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে তারা ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ।

এজাহারে আট জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া আরও আটজনকে অজ্ঞাতনামা হিসেবে মামলা করেছেন ওই নারী। তাদের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।

এদিকে ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।